প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১:১৮
গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো হঠাৎ করে যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে এ উপজেলার গাবসারা ও অর্জুনা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের আংশিক কিছু এলাকায় পানি প্লাবিত হয়েছে। আবারো ভাঙন আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরের মানুষ।
সরেজমিনে বৃস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেখা যায়, বর্তমানে যমুনায় নতুন করে ১২২ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরাঞ্চল এলাকার গাবসারা, রুলীপাড়া, বেলটিয়াপাড়া, মেঘারপটল, চর চন্দনী, কালিপুর, বাসুদেবকোল, ভদ্রশিমুল, রায়ের বাসালিয়া, গোবিন্দগঞ্জ, অর্জুনা, কুঠিবয়ড়াসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, নতুন করে পানি বৃদ্ধির ফলে যমুনার বুকে জেগে ওঠা চরে রোপণ করা নানা ধরণের সবজি ও প্রস্তুত ফলসি জমি পানির নিচে তলিয়ে গেছে অনেকাংশ।
উপজেলার চরাঞ্চল এলাকার কালিপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল হামিদ বলেন, যমুনা নদীর পানি শুকিয়ে যাওয়ায় চরাঞ্চলের নিচু জমিতে আগাম জাতের রোপা আমন ধান রোপণ করেছিলাম। সেই রোপা আমন ক্ষেতে কিছু অংশ নদী ভাঙনে বিলীন হলেও বাকি অংশের ধান নতুন পানিতে ডুবে গেছে। এর আগে আউশ ধানের ক্ষেতও বন্যায় ডুবে গিয়েছিল। এখনো আমরা ক্ষতি কাটিয়ে উঠতে পারিনি।