প্রকাশ: ৮ জানুয়ারি ২০১৯, ২২:৪১
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, পুষ্টি জাতীয় ও নিরাপদ খাদ্য আমাদের বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ড. রাজ্জাক বলেন, উত্তরবঙ্গের মানুষ এখন আর না খেয়ে থাকে না। আওয়ামী লীগ সরকার তাদের খাদ্য ও বাসস্থান নিশ্চিত করেছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন নতুন দায়িত্ব নেয়া কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
ইনিউজ ৭১/এম.আর