প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

কুড়িগ্রামের উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে জিয়ারুল (২৬) নামে এক হকারের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দিবাগত (২৩ জানুয়ারি ) মধ্যরাতে পৌরসভার নারিকেল বাড়ি কাজিরচক এলাকায়। জিয়ারুল ওই এলাকার হকার আফজাল হোসেনের পুত্র।
