
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
