"দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা " এ প্রতিপাদ্যে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলার উলিপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান, উলিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আসলাম উদ্দিন আহম্মেদ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে, দূর্নীতি প্রতিরোধ করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।