উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর বেলা ১২টায় উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ মতবাদ বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান নির্বাচনকালীন সময়ে উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও তাঁকে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী, সহ সভাপতি সহিদুল আলম বাবুল, সাধারণ সম্পাদক উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ, সহ সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদসহ উলিপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।