কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু হাফেজ। নিহত শিশুটি তার মায়ের হাত ধরে খালার বাড়ি যাচ্ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু হাফেজ দেবীদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) গ্রামের ওমান প্রবাসী মো. আলী হোসেনের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। সকাল সাড়ে ৯টার দিকে মা কুলসুম বেগমের সঙ্গে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ইউছুফপুর বাসস্ট্যান্ডে পৌঁছায় শিশু। হাতে চিপস নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে চুপচাপ খাচ্ছিল সে।
হঠাৎ পিছন দিক থেকে দ্রুতগতির মাটি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫৫৫৫৯) নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। মর্মান্তিক ঘটনার সময় শিশুটির মা কুলসুম বেগম আতঙ্কে আর্তনাদ করেন। স্থানীয়রা দ্রুত তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।