প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে পতিতাবৃত্তি ও মানবপাচারের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি গ্রামের জাকিরের বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
