প্রকাশ: ৬ নভেম্বর ২০২৫, ১৮:১৯

ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ২৮ জন রোগী। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মৃত দুই ব্যক্তি হলেন—ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের ফরিদ হোসেন (৩০) এবং একই এলাকার ষাটোর্ধ্ব তোকাবালি। তারা চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহনাজ পারভীন।
