প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৭:১৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের দৌরাত্ম্য নিয়ে ভোক্তাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। শিশুখাদ্য, কসমেটিক্স, মসলা, মিষ্টি, ভোজ্যতেলসহ দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে বিস্তর ভেজাল মিশ্রণের অভিযোগ পাওয়া গেছে। বাজারে ঘুরে দেখা যায়, অধিক লাভের আশায় নানা অসাধু ব্যবসায়ী কম মূল্যে নিম্নমানের পণ্য সরবরাহ করছে। ফলে ভোক্তারা না জেনে প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে এসব ভেজাল পণ্য ক্রয় করছেন।
