ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শান্তিনগর গ্রামে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ্ আইন, ১৯৯৫ এর ৬ ঙ ধারা এর লঙ্ঘনের কারণে
একই আইনের ১৫(১) ধারায় তিনটি রাইস মিল কে ৫০- হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা কালে সরাইল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সরাইল উপজেলার শান্তিনগর এলাকায় অবস্থিত ফারদিন অটো রাইস মিল, মালিক মো: ফারুক মিয়াকে-৫০ হাজার, মেসার্স মাস্টার এ্যাগ্রু ফুড, মালিক মো: আবু হানিফকে- ৫০ হাজার ও মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিল, মালিক হাজী রমজান আলীকে -৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, সরাইল উপজেলার বিভিন্ন রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।