প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:১২
কুমিল্লার দেবীদ্বার-চান্দিনা সড়কের খানাখন্দ ভরা অংশ সংস্কারের জন্য সাড়ে ১২ কোটি টাকার বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, ২–১ দিনের মধ্যেই অনুমোদন পাওয়ার আশা করা যাচ্ছে।