
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

জুলাই সনদ এর ভিত্তিতে পিআর নির্বাচনসহ ৫ দফা দাবিতে মৌলভীবাজার শহরে রবিবার (১২ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা জামায়াত। এদিকে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে একই দিন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা খেলাফত মজলিস। গতকাল রোববার বাদ জোহর মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
