সীমান্তবর্তী জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকদ্রব্যসহ ফিরোজা বেগমকে (৪৯) নামে এক মাদককারবারি নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার বিকেলে উপজেলার সীমান্ত কয়া গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী খোরশেদ এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নারী কয়া গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী খোরশেদ এর স্ত্রী।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়া এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। এমন সংবাদ পেয়ে কয়া গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী খোরশেদ এর বাড়িতে তল্লাশী করে ৭ বোতল ফেনসিডিল , ৫৪ বোতল ফেয়ারডিল ও মাদক বিক্রয়ের সাড়ে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। অবৈধভাবে বাড়িতে মাদক রাখার অপরাধে এসময় খোরশেদের স্ত্রী ফিরোজা বেগমকে (৪৯) আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।