শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা সেনা জোন সদরে এ অনুদান প্রদান করা হয়। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এর পক্ষে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি জি প্রতিটি পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে ২৫ হাজার টাকা করে মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
অনুদান প্রাপ্ত মণ্ডপগুলো হলো— মাটিরাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির, পৌর ৭ নং ওয়ার্ড বলিটিলা সার্বজনীন শংকর মঠ ও গীত আশ্রম মণ্ডপ, পৌর ২ নং ওয়ার্ড কামিনী মেম্বার পাড়ার সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ব্যাঙমারা সার্বজনীন মণ্ডপ, বেলছড়ি ইউনিয়নের বেলছড়ি কেন্দ্রীয় শিব, কালী ও জগন্নাথ মন্দির এবং গোমতী ইউনিয়নের গোমতী কেন্দ্রীয় কালী ও জগন্নাথ মন্দির।
বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে বক্তারা বলেন, গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে প্রদত্ত এ শুভেচ্ছা উপহার আসন্ন দুর্গোৎসবকে আরো শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনে সহায়ক ভূমিকা রাখবে।