প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে মঙ্গলবার মধ্যরাতে এক ভয়াবহ ট্রাফিক দুর্ঘটনা ঘটেছে। ঢাকামুখী সবজিবোঝাই একটি ছোট ট্রাক দাঁড়িয়ে চাকা পরিবর্তনের সময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও তার সহকারী নিহত হন।
নিহতরা হলেন কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)। স্থানীয় হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে দাঁড়িয়ে ছিল।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, ট্রাকটি চাকা পরিবর্তনের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই পিছন থেকে আসা একটি বড় ট্রাকের ধাক্কায় ছোট ট্রাকটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন।
নিহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ এবং স্থানীয়রা দ্রুত পৌঁছান। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে।
পুলিশ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ট্রাফিক নিয়ম না মানা এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখাই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষও হাইওয়ে এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছেন।
এ ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তারা বলেন, এই রাস্তায় নিয়মিতভাবে দ্রুতগামী ট্রাক চলাচল করে এবং মাঝরাতে এমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তারা আশা করছেন, পুলিশ ও প্রশাসন রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করবে।
দুর্ঘটনার পর নিহতদের পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় মানুষদের মতে, নাজমুল ও কাওসার ছিলেন দায়িত্বশীল এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অকাল মৃত্যু পরিবারে গভীর শোকের ছাপ রেখেছে।
রাজবাড়ী হাইওয়ে থানার কর্মকর্তারা আরও বলেছেন, তদন্ত শেষে যারা এই দুর্ঘটনার জন্য দায়ী তারা আইনের আওতায় আনা হবে। এছাড়া, এলাকার অন্য চালক ও যাত্রীদেরও নিরাপদে চলাচলের জন্য সতর্ক করা হয়েছে।