আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে জেলার ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি রিজিয়ন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি পূজা উদযাপন কমিটির মাঝে ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক মজুমদার, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করছে। দুর্গাপূজার উৎসব এমন এক আয়োজন, যেখানে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নেয়। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়।”
বক্তারা জানান, ধর্ম ব্যক্তিগত বিষয় হলেও উৎসব সবার। দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুসংহত করবে।