প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৮
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজামনি পাড়া ও কারিগরপাড়ার প্রায় ১২০টি পরিবার দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছিল। প্রতিদিন ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করতে হতো, যা সময়সাপেক্ষ, কষ্টকর এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ছিল। তবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সোলার প্যানেলনির্ভর টেকসই সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।