প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৫:৫৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে উজ্জল হোসেন (২৭) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। রোববার সকালে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন।
দণ্ডপ্রাপ্ত উজ্জল হোসেন সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকার চাকসার গ্রামের দৌলত পাড়ার মো. সাদেক হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিকচ্ছ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে উজ্জল হোসেনকে আটক করা হয়।
পরে আদালতে দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় সরাইল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।
ইউএনও মোশারফ হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদক শুধু পরিবার নয়, সমাজকেও ধ্বংস করছে। তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বিপদ থেকে মুক্ত হতে হবে।
স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।