নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবিতে “উপজেলা জেন্ডার সমতা ফোরাম” গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) বিকেলে উপজেলার বন্ধন কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে বন্ধন, এমএসএফ এবং হিউম্যানিটারিয়ান এইড ফর নেশন। সভায় সহযোগিতা করে এমপাওয়ারহার, সিইএফ এবং কানাডা সরকার।
সভায় অংশ নেন জনপ্রতিনিধি, নারী নেত্রী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি। সভায় বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধ এবং নেতৃত্বে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী ও কার্যকর ফোরাম গঠন সময়ের দাবি।”
সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটসের প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।
বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা অফিসার সাজেদুল ইসলাম, এসআই শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার এবং জেলা হিউম্যান রাইটস মনিটরিং অফিসার সাজ্জাদুল বারী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফ্যাসিলিটেটর বিপ্লব আলীসহ অনেকে।
সবার সম্মতিতে সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট “উপজেলা জেন্ডার সমতা ফোরাম” গঠন করা হয়। ফোরামের সভাপতি নির্বাচিত হন খালেদা আক্তার বিজলি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ললিতা রানী।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই ফোরাম উপজেলার নারী অধিকার রক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং নেতৃত্বে নারীর ভূমিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।