প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৩৭
জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই ইংলিশ কেয়ার কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১ টায় কোচিং সেন্টারের প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উচাই বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাওশাদ আলী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়াইল কলেজের প্রভাষক এবং পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব। অনুষ্ঠানে কোচিং সেন্টারের পরিচালক বাহারাম বাদশা সভাপতিত্ব করেন এবং শিক্ষক সাইদুর ইসলাম সঞ্চালনা করেন। উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, গ্রীন ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ আবু রায়হান,
অভিভাবক মিঠুন মাহাতো, শিক্ষক মারুফ হোসেন, রাহাত হোসেন, এবং শিক্ষার্থী প্রবিত্র মাহাতো, মুক্তা মাহাতো ও রিফা সানজিদাসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় কোচিং সেন্টারের ২৫ জন শিক্ষার্থী সবাই সফল হয়েছেন, যার মধ্যে ১৫ জনই পাঁচটি এ-গ্রেড পেয়ে সকলকে অবাক করেছেন।
প্রতিষ্ঠাতা পরিচালক বাহারাম বাদশার নেতৃত্বে মেধাবী শিক্ষকগণ নিয়মিত পাঠদান ও মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে যথাযথভাবে উন্নতির ব্যবস্থা গ্রহণ করেছেন। তাদের এই কঠোর পরিশ্রম ও পরিকল্পিত শিক্ষাদানের ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটেছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো করার প্রেরণা জাগানো হয়েছে। উচাই ইংলিশ কেয়ার কোচিং সেন্টার পাঁচবিবি এলাকায় শিক্ষার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।