প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২১:১৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এসএসসি পরীক্ষায় ফেল এবং প্রত্যাশিত নম্বর না পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আত্মহত্যার চেষ্টা করেছে তিন শিক্ষার্থী। বিষপান ও গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি ২০২৫ সালের ফলাফল প্রকাশের পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার চেষ্টা করে হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী জুয়েল ইসলাম। সে সিন্দুর্ণা ইউনিয়নের চাম্পাফুল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এছাড়া নওদাবাস কালিমোহন তফশিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা রায়, যার বাড়ি টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুরি এলাকায়, তিনিও পরীক্ষায় ফেল করায় আত্মহত্যার চেষ্টা করে।
হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিপা খাতুনও পরীক্ষায় পাস না করায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা।
জানা গেছে, ফলাফল প্রকাশের পর তিন শিক্ষার্থীর মধ্যে দুইজন বিষপান করে ও একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আত্মহত্যার চেষ্টা করা শিক্ষার্থীদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একজন ভর্তি রয়েছে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এই ঘটনা অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। শিক্ষকরা মনে করছেন, ফলাফলের চাপে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। সময় এসেছে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিতভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর।