প্রকাশ: ৮ জুলাই ২০২৫, ২০:৪০
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে ২৪ জুলাই শহীদদের স্মৃতিতে স্মৃতি স্মারক স্থাপনের লক্ষ্যে স্থান নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক মো: মোস্তাক আহস্মেদের নেতৃত্বে স্থান পরিদর্শন করা হয়। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক উপস্থিত ছিলেন।