প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:৩৫
কোনো ট্যাগ পাওয়া যায়নি
সিরাজগঞ্জের সলঙ্গায় পারিবারিক জমি ফেরতের দাবিতে এক সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার পরিবারের মিথ্যা মামলা ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে হাটিকুমরুল এলাকায়। ভুক্তভোগী পরিবার রোববার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরে।
হাটিকুমরুল নিউ লাইফ হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমির মালিক সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মন্ডল অভিযোগ করেন, পৈত্রিক জমির ৫২ শতক অংশ দাবি করায় তার উপর মিথ্যা মামলা ও রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, অভিযুক্ত আজাদ আলী তার শ্বশুর হলেও তার মেয়ে ও জামাই আওয়ামী লীগের নেতার পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করছেন।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময়ে জমির হিস্যা বুঝে নিতে গেলে আতাউর রহমান লাভু ও তার স্ত্রী আসমা খাতুন নানা হুমকি-ধামকি ও মামলার মাধ্যমে হয়রানি করেছেন। এমনকি পরিবারের সদস্যদের ঘর থেকে বের হতে পর্যন্ত বাধা দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আগে থেকেই হোটেল ব্যবসায় প্রতারণার অভিযোগে মামলা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তাইজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টার পর আজাদ আলী নিজেই জমি মেপে দিয়ে সীমা নির্ধারণ করেন, কিন্তু পরদিনই থানায় তার নামে মিথ্যা অভিযোগ করেন। সেইসঙ্গে ফেসবুকে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার শুরু করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একটি সাধারণ জমি বিরোধকে দলীয় ইস্যু বানিয়ে হয়রানি চালানো হচ্ছে। তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানায়। একইসঙ্গে আতাউর রহমান লাভু ও তার শ্বশুর আজাদ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষের জমি দখলের এমন ঘটনার দ্রুত সমাধান না হলে এলাকায় অস্থিরতা দেখা দিতে পারে।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা শুধু জমি নয়, রাজনৈতিক ব্যবস্থার আস্থার উপরও আঘাত হানে। প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন এলাকাবাসী।