প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:৩৩
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। রবিবার সকালে বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, নৌবাহিনীকে আরও যুগোপযোগী করে গড়ে তুলতে সাবমেরিন সংযুক্তিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, দেশের সমুদ্রবন্দর রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে গুরুত্বপূর্ণভাবে সংযুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে একটি জাতীয় পোর্ট স্ট্র্যাটেজি তৈরির কাজ চলছে, যার মাধ্যমে সকল সমুদ্রবন্দরকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনা হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি আধুনিক সরঞ্জাম সংযোজন করা হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণের পর তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীনদের হাতে পুরস্কার তুলে দেন। সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মোঃ গালিব আল মাহাদী অর্ণব। দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ লাভ করেন মোঃ হাসিব হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ পান মোঃ নাঈম গাজী।
এ সমাপনী অনুষ্ঠানে নৌবাহিনীর পিএসও, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমুদ্র নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকার এবং ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুতি এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে প্রমাণিত হলো।