প্রকাশ: ২৪ মে ২০২৫, ২১:৪৫
নওগাঁর অস্থায়ী কার্যালয়ে শনিবার বিকেলে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রাজু আহমেদকে সভাপতি এবং ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে শ্রমিকদের বিভিন্ন দাবি ও সংগঠন শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন জেলা উদিচী সভাপতি উৎপল সাহা, কেন্দ্রীয় কমিটির সদস্য আলীমুর রেজা রানা, রানীনগর উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সামিউল আলম খান তুষার, শ্রমিক নেতা রাজু আহমেদ ও মিন্টু কুমার দাস। বক্তারা বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য সিন্ডিকেট ভাঙ্গার আহ্বান জানান।
নতুন কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে আলীমুর রেজা রানার নাম ঘোষণা করা হয়েছে। সহসভাপতি দায়িত্ব পালন করবেন শাহাদাৎ হোসেন ও জাহাঙ্গীর হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন সামিউল আলম খান তুষার। সাংগঠনিক সম্পাদক মিন্টু কুমার দাস ও দপ্তর সম্পাদক জনি বর্মন। সদস্য হিসেবে রয়েছেন আইয়ুব হোসেন, বিশু সরদার ও সোহেল সরদার।
বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে শ্রমজীবী মানুষদের সুবিধা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি দ্রুত আদায়ের জন্য কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেয়া হয়েছে। শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সংগঠন থেকে নিরলস কাজ করতে হবে।
কমিটির নেতৃত্বে কাজ করে নওগাঁর শ্রমজীবী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বিশেষ উদ্যোগ নেয়া হবে বলে জানান রাজু আহমেদ। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও বাজারে সিন্ডিকেট নির্মূল করতে সংগঠিতভাবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।
এই নতুন কমিটির মাধ্যমে শ্রমিকদের সমস্যা তুলে ধরা ও তাদের কল্যাণে বিশেষ কাজ করার লক্ষ্যে এগিয়ে যাওয়া হবে। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য দাবি জানানো হয়েছে, যা শ্রমজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নওগাঁর শ্রমিক সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে এই কমিটি গঠন থেকে শ্রমজীবীদের মধ্যে আশা এবং আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করা হচ্ছে।