দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং তার মা গুরুতর আহত হয়েছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের নেত্রবাটি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে এলাকায় হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে মহাদেব চন্দ্র রায়ের বাড়ির উঠোনে শুকানো ধান দ্রুত ঘরে তোলার কাজে ব্যস্ত ছিলেন তার স্ত্রী কাকলী রানী রায় ও মেয়ে জয়শ্রী রায় (১১)। ধান তোলার সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে দুজনই এর শিকার হন। ঘটনাস্থলেই মারা যায় জয়শ্রী। আর তার মা কাকলী রানী রায় গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শিশু ও তার মা বজ্রপাতের সময় উঠোনে কাজ করছিলেন। এটি একটি হৃদয়বিদারক দুর্ঘটনা।
স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, জয়শ্রী স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। মেধাবী এবং ভদ্র হিসেবে এলাকায় পরিচিত ছিল সে। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন।
বজ্রপাতে মৃত্যুর ঘটনা দেশে ক্রমশ বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা ঝড় ও বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে জনসচেতনতা বাড়ানো এবং সময়মতো আবহাওয়া বার্তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।