প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:৪০
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণাকে ঘিরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ। বুধবার বিকেলে দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া এ মিছিলে ব্যানার, ফেস্টুন, বাদ্যযন্ত্র আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী এবং সদস্য সচিব হায়দার আলী মিয়ার নেতৃত্বে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় মঞ্চে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেয় হাজারো নেতা-কর্মী ও সমর্থক যারা দীর্ঘদিন পর নতুন কমিটি পাওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন।
সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল। বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, মহিলা দলের সভানেত্রী রিনা বেগম, যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান বিপুলসহ অনেকে।
বক্তারা বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে উলিপুরে বিএনপির কার্যক্রম আরও বেগবান হবে এবং আন্দোলন-সংগ্রামে নতুন গতি আসবে। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্দোলনমুখী রাজনীতির জন্য মাঠে সক্রিয় কর্মীদের মূল্যায়ন হওয়ায় তৃণমূলে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলেও মত দেন বক্তারা। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ কেন্দ্রীয় নেতৃত্বকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় এ সময়।
বক্তারা আরও বলেন, উলিপুরের মাটি হবে বিএনপির দুর্ভেদ্য ঘাঁটি। নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে দলকে সঠিক পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।
উল্লেখ্য, ১৪ মে বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে তারিক আবুল আলা চৌধুরীকে উপজেলা কমিটির আহ্বায়ক এবং হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করা হয়। একইসঙ্গে পৌর কমিটিতে নুর মোহাম্মদ আহ্বায়ক এবং সোলায়মান আলী সরকার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান।
এই ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে, যার প্রমাণ মিলেছে বুধবারের বিশাল আনন্দ মিছিলে।