প্রকাশ: ২১ মে ২০২৫, ১৮:১৭
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাখরজা এলাকার মেঘনা নদীতে উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড হিজলার যৌথ অভিযানে দুইটি অবৈধ পাইজাল জব্দ করা হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে এবং কোস্টগার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আবুল কালাম আজাদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।