প্রকাশ: ১৪ মে ২০২৫, ২১:২
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা আসে। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে তারিক আবু আলা চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে হায়দার আলী মিয়ার নাম চূড়ান্ত করা হয়। পাশাপাশি পৌর বিএনপির জন্য নুর মোহাম্মদকে আহ্বায়ক এবং সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
নতুন উপজেলা কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। এরা হলেন ওবায়দুর রহমান বুলবুল, আব্দুল রশিদ সরকার, অ্যাডভোকেট ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবীব নয়ন ও রমেশ সাহা।
এছাড়া সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট নুরুজ্জামান সরকার, নুরুজ্জামান বাচ্চু, মিজানুর রহমান, রকছেদ আলী আমীন লাবু, সাইফুল ইসলাম বাদল, একেএম সামছুল হুদা স্বপন, সহিদুর রহমান, মুস্তাফিজার রহমান, গোলাম মতুর্জা মুকুল এবং আনোয়ারুল ইসলাম খোকা।
পৌর বিএনপিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নুরে সাবা স্টার, আজিজার রহমান মাষ্টার, ইফতেখারুল ইসলাম, এহসানুল করিম প্রিন্স, সিরাজুল ইসলাম সাজু, আব্দুর রাজ্জাক, জমিদার রায়, খোরশেদ আলী, মতলেবুর রহমান মঞ্জু ও মজিবর রহমান।
পৌর কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আরও ১৩ জন নেতাকর্মী, যাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের মধ্যে এই নতুন কমিটি নিয়ে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। দলের অভ্যন্তরে স্থবিরতা কাটিয়ে আবারও রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে উলিপুর বিএনপি।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সফিকুল ইসলাম বেবু নতুন কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্ব দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে তুলবে।