দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশি টহল গাড়ি ভেবে ডাকাতির চেষ্টা চালানো দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় হিলি-ঘোড়াঘাট সড়কের নির্মাণাধীন ব্রীজের পাশে ডাকাতির প্রস্তুতি নেয়া সময় তাদের হাতে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
পুলিশ জানায়, ওই রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি টহল দল সরকারি গাড়ি নিয়ে টহল দিচ্ছিল। একই সময়ে ডাকাতদের একটি দল ওই এলাকায় ডাকাতির পরিকল্পনা গ্রহণ করছিল। পুলিশি গাড়ি দেখে তারা প্রথমে সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে সেটি থামানোর চেষ্টা করে। তবে পুলিশি উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দল পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের ধাওয়া করে দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (৪৯) এবং চাকলামা নিমেরপাড় এলাকার সৈয়দ আলী বাচ্চুর ছেলে আজিজার রহমান (৩৮)। পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে পলাতক আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে। আটক ইমদাদুল হকের নামে ১২টি এবং আজিজার রহমানের নামে ২টি ডাকাতির মামলা চলমান রয়েছে।
এদিকে, সোমবার সকাল সাড়ে ১০টায় আটককৃতদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং ডাকাতদের দলের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
ঘোড়াঘাট থানার পুলিশ ইতিমধ্যে স্থানীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আগামীতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সতর্কতা অবলম্বন করার ঘোষণা দিয়েছে।