রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা। ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। এতে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলে কিছু সময়ের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ফেরি থেকে নামার সময় বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুমড়ে-মুচড়ে দেয় পাশে রাখা দুইটি মোটরসাইকেল। চাপায় পড়া মোটরসাইকেল দুটি বাসের পেছনের চাকার নিচে আটকে যায়, সেই সঙ্গে আরোহীরা ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে একজন মাদারীপুর জেলার মোঃ মিলন হাওলাদার (৩২) এবং অপরজন ফরিদপুর জেলার আনিছ (৩০)। তাদের উভয়ের অবস্থা গুরুতর হলেও প্রাথমিক চিকিৎসার মাধ্যমে স্থিতিশীল অবস্থায় আনা সম্ভব হয়েছে বলে জানান চিকিৎসকরা।
দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে আসেন আহলাদীপুর হাইওয়ে থানার এস আই রাসেল শেখ। তিনি জানান, বাসটি ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অমনোযোগিতাই এ দুর্ঘটনার মূল কারণ।
দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, ফেরি থেকে নামার সঙ্গে সঙ্গেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেলকে চাপা দেয়, যা সহজেই বড় ধরনের দুর্ঘটনায় রূপ নিতে পারত। তবে সৌভাগ্যবশত প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য ঘাট এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দুর্ঘটনা প্রতিরোধে অধিক মনোযোগী হওয়ার আশ্বাস দিয়েছে।