দিনাজপুরের হাকিমপুরে একটি সক্রিয় ডাকাতি চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে হিলি-বিরামপুর সড়কের আপ্তইর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ডাকাতি চক্রটি একটি মেহগনি গাছের নিচে তাদের অপকর্মের পরিকল্পনা করছিল। অভিযানে ৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৭ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে গোলাপ (২৯), সানি (২৩), সাজু (২৭), আলম (৩২), বাবু (২৫), জনি (২৮) এবং বাপ্পি (২৮)। এরা সকলেই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
অভিযানে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ছুরি, হাসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল, নাইলনের রশি, গামছা এবং ত্রিপল।
হাকিমপুর থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। থানার এসআই সুমন সরকারের নেতৃত্বে বিশেষ টিম অপারেশনটি পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাকি দুই পলাতক আসামিকে গ্রেফতারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের এই অভিযানকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।