প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৬
খাগড়াছড়ি সদর থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা পাহাড়ী ছাত্র পরিষদের ৫ শিক্ষার্থী এখনও উদ্ধার করা যায়নি। অপহরণের ২৪ ঘণ্টা পার হলেও, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ জমা দেয়া হয়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, অপহৃতদের উদ্ধারের জন্য যৌথ অভিযান চলছে। এদিকে, সেনাবাহিনী বৃহস্পতিবার সকাল থেকে খাগড়াছড়ি সদর এবং পানছড়ির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।