প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:২৬
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলতেই মিলেছে ২৮ বস্তা নগদ অর্থ। দেশি টাকার পাশাপাশি সেখানে পাওয়া গেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা, যা আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের অন্যতম সেরা ধর্মীয় দানকেন্দ্র হিসেবে। শনিবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয় এই দানবাক্স খোলার প্রক্রিয়া। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে এসব বস্তা ভরে নিয়ে আসেন মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে। সকাল ৯টা থেকে শুরু হয় দানকৃত অর্থ গণনার কাজ।