প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:৮
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। সারা দেশের মতো মৌলভীবাজার জেলাতেও পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। জেলার ২৬টি কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।