মাদক সমাজ ও পরিবারের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অশান্তির সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা করতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা এলাকায় শুক্রবার (৪ এপ্রিল) মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা এলাকার জনগণ এই উদ্যোগ নেন। জুমার নামাজের পর স্থানীয়রা একত্রিত হয়ে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন এবং খাঁটিহাতা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনসারিয়া ঈদগাহের সামনে এসে শেষ হয়।
এ সময় স্থানীয় নেতারা মাদকবিরোধী বক্তব্য রাখেন। সমাবেশে হাজী আব্দুর রহমান, হোসেন মিয়া, খাঁটিহাতা জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মুহতামিম আবু বক্কর বেড়তলী, মাওলানা লিয়াকত আলি, যুবক কাওসার, গিয়াস, পাভেল, মামুন, তাজুল ইসলাম, রাসেলসহ এলাকার বিভিন্ন ব্যক্তির বক্তব্য শোনা যায়। তারা মাদকসেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন- “মাদক সেবনকারী ও বিক্রেতারা সাবধান”, “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”, “মাদককে না বলি, মাদকমুক্ত জীবন গড়ি” এবং “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”। এসব স্লোগান ছিল মাদকবিরোধী প্রতিবাদের মুখরতা।
থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজয়নগর বর্ডার এলাকা মাদক ব্যবসায়ীদের জন্য একটি বড় রুট হয়ে উঠেছে। ঢাকা-সিলেট হাইওয়ের বিশ্বরোড দিয়ে মাদক দেশের বিভিন্ন অঞ্চলে সহজে পাচার হচ্ছে। সরাইল উপজেলায় মাদক ব্যবসায়ী একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় বর্তমানে চিহ্নিত মাদক ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে।
এদিকে, পুলিশ মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও স্থানীয়দের অভিযোগ, মাদক প্রতিরোধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই। মাদক ব্যবসায়ীরা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাচ্ছে, তবে তাদের বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়রা জানিয়েছেন, একাধিক রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধির নাম মাদক ব্যবসায়ীদের শীর্ষ তালিকায় রয়েছে, যা তাদের কর্মকাণ্ডে সহায়তা করে।
প্রতিবছর মাদকপ্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও এসব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। প্রশাসনিক পদক্ষেপের অভাবে মাদক সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই স্থানীয়রা দাবি করেছেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসন যেন আরও কঠোর পদক্ষেপ নেয়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।