প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫১
পটুয়াখালীর বাউফলে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার এবং বাউফল সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ সিকদারকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের মজিবর মেম্বারের দোকান থেকে চেয়ারম্যান মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ৯টায় যৌতা বাজার থেকে সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মঞ্জুরুল আলম হাওলাদারের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে এবং তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি। সোহাগ সিকদারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, বাউফলে ডেভিল হান্ট অভিযানে এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের শুক্রবার পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।