https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ, বিআইডব্লিউটিএর গাফিলতি নিয়ে প্রশ্ন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ০:৪৪

শেয়ার করুনঃ
চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ, বিআইডব্লিউটিএর গাফিলতি নিয়ে প্রশ্ন

কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌ রুটে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে ২৩ ডিসেম্বর থেকে। এ সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলেও বিআইডব্লিউটিএ’র গাফিলতির কারণে নদী খনন বা ড্রেজিংয়ের কাজ সঠিকভাবে করা হচ্ছে না। এর ফলে একদিকে নাব্যতা সংকট কাটছে না, অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ টাকা ড্রেজিংয়ের নামে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, নদী ড্রেজিংয়ে গাফিলতি এবং নৌকার মালিকদের সিন্ডিকেটের কারণে এ অঞ্চলে নিয়মিত ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চিলমারী-রৌমারী নৌরুটে যাতায়াতকারী হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। পরিবহন চালকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, কারণ তারা প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া দিয়ে নৌকায় যাত্রী পারাপার করতে বাধ্য হচ্ছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

২০২৩ সালের শেষের দিকে ফেরি চলাচল শুরু হলে জনগণ তাৎক্ষণিকভাবে এর সুফল পেতে শুরু করেছিল। তবে নাব্যতা সংকটের অজুহাত দেখিয়ে ফেরি চলাচল আবার বন্ধ করে দেওয়া হয়, ফলে মানুষের দুর্ভোগ অব্যাহত থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু নৌকা মালিকরা বাড়তি ভাড়া আদায় করতে শুরু করেন।

গত বছরের ২৩ ডিসেম্বর থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর দেড় মাসে বিআইডব্লিউটিএ ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা স্বাভাবিক করতে পারেনি। এর ফলে সন্দেহ তৈরি হচ্ছে যে, ড্রেজিংয়ের কাজে বিআইডব্লিউটিএ যথেষ্ট মনোযোগী নয়। অপরদিকে, ফেরি বন্ধ থাকায় বিআইডব্লিউটিসি প্রতি মাসে প্রায় ১২ লক্ষাধিক টাকা ক্ষতি হচ্ছে, পাশাপাশি ফেরির ইঞ্জিনও ক্ষতির মুখে পড়ছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ অঞ্চলের জনগণ দাবি জানিয়েছেন যে, দ্রুত নাব্যতা সংকট নিরসন করে ফেরি চলাচল স্বাভাবিক করতে হবে। তারা আশা করছেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে যাতে তাদের দৈনন্দিন যাতায়াতের সমস্যা সমাধান হয় এবং পরিবহন খাতে ক্ষতির পরিমাণ কমে।

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

আজমিরীগঞ্জ-মিঠামইন কাঁচা বাঁধে জনগণের দুর্ভোগ

আজমিরীগঞ্জ-মিঠামইন কাঁচা বাঁধে জনগণের দুর্ভোগ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রাম এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাহেরচর গ্রাম সংযোগের একমাত্র পথ হচ্ছে বছিরা নদীর উপর নির্মিত একটি কাঁচা বাঁধ। এটি একটি অস্থায়ী ব্যবস্থা, যেখানে নদীর তলদেশে মাটি ফেলে বাঁধ তৈরি করা হয়েছে এবং পানি প্রবাহের জন্য কিছু জায়গা খোলা রাখা হয়েছে। কিন্তু এই ব্যবস্থা স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত অপ্রতুল এবং দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ

জামালপুরে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে মঙ্গলবার (০৪ মার্চ) থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে গণপরিবহন ধর্মঘট। এতে শহরের সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে সকল ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে, যা সাধারণ মানুষের চলাচল কার্যত অচল করে দিয়েছে। সোমবার (০৩ মার্চ) দুপুর থেকেই বাস এবং সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ধর্মঘটের কারণে জামালপুরের সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং

শ্রীমঙ্গলে লেবু, কলা, শশা ও ফলের বাজারে আগুন

শ্রীমঙ্গলে লেবু, কলা, শশা ও ফলের বাজারে আগুন

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের ওপর নানা ধরণের ছাড় দেওয়া হলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ। এই মাসকে ঘিরে দেশের অতি মোনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। এবারের রমজানেও বাজারে একই চিত্র বিরাজ করছে। রমজানের শুরুতেই চারগুণ বেড়েছে লেবুর দাম। ফলে ইফতারের সময় লেবুর শরবতে গলা ভেজাতে কষ্ট হচ্ছে নিন্ম ও মধ্যভিত্ত অনেক রোজাদারের।   দুই

কুল্যা-দরগাহপুর সড়ক উন্নয়ন কাজ স্থগিত, জনজীবনে দুর্ভোগ

কুল্যা-দরগাহপুর সড়ক উন্নয়ন কাজ স্থগিত, জনজীবনে দুর্ভোগ

আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর সড়কের উন্নয়ন কাজের জন্য ঠিকাদার মেসার্স এসআর ট্রেডার্স নিয়োগ পায়, কিন্তু ঠিকাদারের গাফিলতিতে দীর্ঘ সময় ধরে এই সড়কের উন্নয়ন কার্যক্রম থমকে রয়েছে। গত দু'বছর ধরে সড়কের কাজ অরক্ষিত অবস্থায় পড়ে আছে এবং এর ফলে স্থানীয় মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সড়কের বিভিন্ন অংশে কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে এবং মাঝপথে অবশিষ্ট ম্যাকাডম ফেলে রেখে স্থানীয় জনগণের

শ্রীমঙ্গলে রমজান মাসে সয়াবিন তেলের কৃত্রিম সংকট, বিপাকে ভোক্তা

শ্রীমঙ্গলে রমজান মাসে সয়াবিন তেলের কৃত্রিম সংকট, বিপাকে ভোক্তা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পবিত্র রমজান মাসে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে লেবু, শশা ও কলার দাম দিগুণ বেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। সরেজমিনে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে। রোজার বাজার একসঙ্গে কিনতে গিয়ে অনেক ক্রেতাই তেল না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেকেই এক বাজার থেকে অন্য বাজারে