প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২:২০
ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আলোচিত ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল আহম্মেদ এই আদেশ দেন।
শাহজাহান ওমর আদালতে হাজির হওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নেমে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সেদিন যারা ডিম আর জুতা নিয়ে এসেছিল, আজ তারা কোথায়? আমি আবার নির্বাচনে দাঁড়াব।”
মামলার নথি থেকে জানা গেছে, রাজাপুর উপজেলার বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় শাহজাহান ওমরসহ আরও চারজনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২১ নভেম্বর এ ঘটনা ঘটে। ওই দিন তাকে গ্রেপ্তারের সময় বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে।
শাহজাহান ওমরের আইনজীবীরা আদালতে তার জামিনের আবেদন করলেও বিচারক তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আইনজীবী নাসির উদ্দিন কবির দাবি করেন, “শাহজাহান ওমর ওই সময় ঢাকায় ছিলেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
এদিকে, আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর যৌথ উপস্থিতিতে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।
শাহজাহান ওমর সাংবাদিকদের আরও বলেন, “যে বাড়ির আগুনের ঘটনা নিয়ে মামলা করা হয়েছে, সেটি আমার নিজের সম্পত্তি। আমি সেই সময় বাড়িতে ছিলাম না। এটি পুরোপুরি ষড়যন্ত্রমূলক মামলা।”
এই ঘটনায় ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক পুলক চন্দ্র রায় জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
শাহজাহান ওমর দাবি করেছেন, এই ঘটনা তার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তবে আদালতের আদেশে তাকে আপাতত কারাগারে থাকতে হচ্ছে।