https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পিরোজপুরে গণপূর্ত বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ২:১৮

শেয়ার করুনঃ
পিরোজপুরে গণপূর্ত বিভাগের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান এর আয়োজনে জেলা স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহামুদ সৈকত।  

এই প্রীতি ফুটবল ম্যাচে সার্বিক সহযোগিতা প্রদান করেন পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ, স্বেচ্ছাসেবক দল নেতা মো: বেল্লাল ভুঁইয়া ও মো: এমাদুল। এছাড়া খেলায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আলিফ আহম্মেদ রাজিব, জেলা ছাত্রদলের সহ সভাপতি সোহেল সেখ ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: খায়রুজ্জামান বলেন, "এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের খেলার মাঠে নিয়ে আসতে চাই, যাতে তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অবদান রাখতে পারে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা এবং খেলার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছানো।"  

এদিনের ফুটবল ম্যাচে দুটি দল—পদ্মা একাদশ এবং বলেশ্বর একাদশ অংশগ্রহণ করে। খেলার শেষে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের উৎসাহিত করা হয়।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এমন আয়োজনের মাধ্যমে পিরোজপুরে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের ছুটি শেষে আজ (৬ এপ্রিল) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ঈদের ছুটির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর, ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২৯ মার্চ থেকে হিলি

মাদারীপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচার

মাদারীপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ, মিথ্যা সংবাদ প্রচার

মাদারীপুরের ডাসার উপজেলায়, সরকারি খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সৈয়দ শাহআলম। তিনি অভিযোগ করেছেন, কিছু সাংবাদিক তার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে, ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ধুলগ্রাম বাজারে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে সৈয়দ শাহআলম জানান, তিনি

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক ও তার ছেলেকে আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধা দেশীয় অস্ত্র দিয়ে কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮) কে আঘাত করেন। ঘটনাটি নিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা