সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিএনপির অবস্থান

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ন
সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিএনপির অবস্থান

বিএনপি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তবে দলটি এমন কোনো সংস্কারকে সমর্থন করবে না, যা নির্বাচন বিলম্বিত করতে পারে। এ লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা নিয়ে বিএনপি ও তার মিত্র দলগুলোর মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের শরিক তিনটি দল ঐকমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে।  


বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার সঙ্গে মিল রেখে পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ওপর তাদের দলীয় অবস্থান তুলে ধরবে। দলটি মনে করে, যেসব সংস্কারের এখনই প্রয়োজন নেই, সেগুলোর ক্ষেত্রে মতামত দেওয়া থেকে বিরত থাকতে পারে। আগামী সপ্তাহে বিএনপি ও তার মিত্ররা তাদের মতামত জমা দেবে। এ প্রক্রিয়ার মাধ্যমে দলগুলো বিদ্যমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে চায়।  


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনা নিয়ে দলীয় মতামত প্রস্তুত করা হয়েছে। এখন মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই এই মতামত কমিশনে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্টের ওপর বিস্তারিত মতামত দেওয়ার পাশাপাশি স্প্রেডশিটও জমা দেওয়া হবে।  


জাতীয় ঐকমত্য কমিশন ৬ মার্চ ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের ১৬৬টি সুপারিশ নিয়ে মতামত চেয়েছিল। এ পর্যন্ত ১৫টি দল তাদের মতামত জমা দিয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, দলটি সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবনার সঙ্গে একমত। তবে তারা মনে করে, সংবিধান সংস্কারের এখতিয়ার নির্বাচিত সংসদের।  


বিএনপির অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকার সংবিধানকে দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার জরুরি। তবে দলটি ‘সেকেন্ড রিপাবলিক’ বা ‘গণপরিষদ নির্বাচন’ এর মতো প্রস্তাবনাকে বাস্তবসম্মত মনে করছে না। তাদের মতে, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যার নিজস্ব সংবিধান রয়েছে।  


সংস্কার প্রস্তাবনা নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করেছেন। সর্বশেষ রোববার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেখানে ঐকমত্য কমিশনের প্রস্তাবনা নিয়ে দলীয় অবস্থান চূড়ান্ত করা হয়েছে। বিএনপি আশা করে, নির্বাচিত সংসদই প্রয়োজনীয় সংস্কার কার্যকর করবে।