প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ২২:০
মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য হিসেবে সাবেক এমপি এম নাসের রহমানের মনোনীত হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁর প্রতি ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই উপলক্ষে ৭ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতারা শ্রীমঙ্গলে সাবেক এই সাংসদের বাড়িতে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন (তাজু) এর নেতৃত্বে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সাবেক এমপি এম নাসের রহমানের সঙ্গে এক সুহৃদ্র পরিবেশে আলোচনা করেন। নেতারা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৩২ সদস্যবিশিষ্ট জেলা আহবায়ক কমিটিতে এম নাসের রহমানের অন্তর্ভুক্তি মৌলভীবাজার জেলা বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে। তারা আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় মৌলভীবাজার জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যেমন- নবগঠিত আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল ওয়ালী সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এবং বিভিন্ন উপজেলা বিএনপির নেতারা। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শামিম আহমেদ, মামুন আহমেদ, হাফিজুর রহমান তুহিন, সোহেল আহমেদ, মো. সাইফউদ্দিন সিদ্দিকী (সাবলু) সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এর আগে, ৪ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতারা মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।
৪ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে ঘোষিত ৩২ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটির মধ্যে এম নাসের রহমানের অন্তর্ভুক্তি দলের নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।