https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

কুয়াকাটায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ২৩:১৮

শেয়ার করুনঃ
কুয়াকাটায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভ

কুয়াকাটা সমুদ্র সৈকত ও সংলগ্ন এলাকায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানটি দিনভর চলে এবং আগামীকালও এর কার্যক্রম অব্যাহত থাকবে। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়া উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

অভিযানে, সৈকত ও সড়ক এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ঝিনুক-পান বিক্রির অস্থায়ী দোকান এবং খাবারের হোটেলগুলো ভেকু মেশিন দিয়ে ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, কুয়াকাটা সৈকতের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

প্রাথমিকভাবে মাইকিং করে ব্যবসায়ীদের স্থানান্তরের জন্য বলা হয়েছিল, তবে অনেকেই না মানায় তাঁদের স্থাপনাগুলি গুড়িয়ে দেয়া হয়। তবে, উচ্ছেদের বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, পুনর্বাসন না করেই এ ধরনের অভিযান চালানো অসাংবিধানিক। তারা বলেন, এই উচ্ছেদের ফলে কয়েক হাজার পরিবার বেকার হয়ে পড়বে এবং তাদের জীবিকা সংকটের মধ্যে পড়বে। ব্যবসায়ীদের দাবি, আগামী রাস পূর্ণিমা উৎসবের আগে তাদের পুনর্বাসন করা হোক।

এদিকে, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানিয়েছেন, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, "কুয়াকাটা সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্যই এই অভিযান। সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, যা সহ্য করা যায় না।" 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, কুয়াকাটা পৌরসভা, এবং মহিপুর থানা পুলিশ সহায়তা করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সাগরে মাছ ধরতে চাঁদা দাবি বিএনপি নেতার, পরিত্রাণে সংবাদ সম্মেলন

সাগরে মাছ ধরতে চাঁদা দাবি বিএনপি নেতার, পরিত্রাণে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মুন্সির বিরুদ্ধে সাগরের মোহনায় মাছ ধরতে চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন এক জেলে। নিখিল হাওলাদার নামে ওই জেলে শনিবার (১২ এপ্রিল) সকালে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগটি প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিখিল হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাগরের মোহনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন।

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে বর্ণিল ‘ফাগুয়া উৎসব’ উদযাপন

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে বর্ণিল ‘ফাগুয়া উৎসব’ উদযাপন

সারাদেশের চা শিল্পাঞ্চলের শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত হলো ‘ফাগুয়া উৎসব’। শনিবার (১২ এপ্রিল) বিকেলে আয়োজিত এ বর্ণিল উৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের যৌথ ব্যবস্থাপনায় দেশজ সংস্কৃতির এক অনন্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা

ফেক আইডির ফাঁদে প্রান্ত, চক্রান্তের অভিযোগ মায়ের

ফেক আইডির ফাঁদে প্রান্ত, চক্রান্তের অভিযোগ মায়ের

বরগুনার পাথরঘাটা উপজেলায় ফেক ফেসবুক আইডি ব্যবহার করে একাধিকবার সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্মৃতি রানী সমদ্দার নামে এক নারী। ১২ এপ্রিল শনিবার বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তার স্বামী শিশির রঞ্জন সমদ্দারও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে স্মৃতি রানী জানান, তার ছেলে প্রান্ত সমদ্দার নিজের আসল ফেসবুক আইডি

বিয়ে নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

বিয়ে নিয়ে বিবাদ, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ের বিষয়ে বাগবিতণ্ডার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। শনিবার দুপুরে নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হাতিয়া থানায় হত্যার মামলা দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত ছোট ভাই মো. সাকিব (২৪)

পুলিশ সেজে হামলা, ধরা খেলেন ছাত্রলীগ সভাপতি!

পুলিশ সেজে হামলা, ধরা খেলেন ছাত্রলীগ সভাপতি!

বরিশালের রূপাতলী এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন মোসাম্মৎ অনামিকা জেসমিন নামে এক গৃহবধূ। তিনি অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতার নেতৃত্বে একদল ব্যক্তি গভীর রাতে পুলিশ পরিচয়ে তার বাসায় প্রবেশ করে তল্লাশি চালায় এবং হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ অনামিকা