প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ২৩:৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টার মধ্যে টমটম চালক আবুল খায়ের হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই মামলার প্রধান আসামি রুবেল আহমদ সাগর, যিনি জসিম নামেও পরিচিত, বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগানের ১১ নম্বর সেকশন থেকে আবুল খায়েরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী সুমনা আক্তার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে যে, গত ১৪ অক্টোবর রাতে অজ্ঞাতনামা আসামিরা আবুল খায়েরকে হত্যা করে তার লাশ গুম করার জন্য চা বাগানে ফেলে রাখে।
নিহত আবুল খায়ের (৩১) আশিদ্রোন ইউনিয়নের গাজিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন মিনি টমটম চালক ছিলেন। গত ১৪ অক্টোবর সকালে ভাড়া চালানোর জন্য বের হওয়ার পর রাতে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে ১৫ অক্টোবর সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া রুবেল আহমদ সাগর (৩০) মিনি টমটম চালকের পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, হত্যাকাণ্ডের সময় তিনি ও তার সঙ্গীরা আবুল খায়েরের মিনি টমটম ছিনতাই করতে গিয়ে তাকে হত্যা করেন। তাদের মধ্যে সংঘর্ষ হলে আবুল বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়। এরপর তারা নিহতের মিনি টমটম নিয়ে চলে যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, মামলার তদন্তে সহযোগিতার জন্য পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় চৌকস টিম গঠন করা হয়েছে।
এ ঘটনার ফলে শ্রীমঙ্গল অঞ্চলে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, অপরাধ দমন এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।