প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১৭:৩৮
কুমিল্লার দেবীদ্বারে দুধ দিয়ে গোসল করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ ঘোষণা দেন ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ। ওই ঘোষণার একদিন পর (১৮আগস্ট) রবিবার সকাল ১১টা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ থেকে কামরুজ্জামান মাসুদের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও এলাকাবাসী।
উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুরে (ইউনিয়ন) পরিষদের সামনে প্রায় ২ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এসময় তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে ওই চেয়ারম্যানকে তার পদ থেকে পদত্যাগের দাবি জানায়। অন্যথায় ইউনিয়ন পরিষদ ঘেরাও করে কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
ছাত্র-জনতার আন্দোলনের খবরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের টহল টিম পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানববন্ধন ও বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো: সজিব, মোহাম্মদ মাহফুজ, গোলাম মোস্তফা, মাজহারুল ইসলাম, সোহাগ মিয়া, রাকিব ও হাসান প্রমুখ।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত ৪ আগস্ট দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার নেতৃত্ব দেন এই মাসুদ চেয়ারম্যান। তিনি নিজের হাতে ইট ভেঙে শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগকে সহযোগিতা করেছেন, এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। তিনি এখন সময় খারাপ দেখে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করছেন। এখন ছাত্র-জনতার একটাই দাবি চেয়ারম্যানের পদ থেকে তিনি পদত্যাগ করবেন, না হয় আমরা আরো কঠিন আন্দোলনের ডাক দেবো।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, গত ৪ আগস্ট আমাকে দলের সিনিয়র নেতারা ভুল বুঝিয়ে দেবীদ্বারে নিয়ে গেছে। তাঁরা আমাকে বলেছেন, বাংলাদেশ যে সব ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক র্যালি করা হবে। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছে। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম, আমি কাউকে ইট পাটকেল মারিনি। আমার সাথে নির্বাচনে পরাজিত শক্তি ও নুরপুরের সাজিদ হত্যাকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ভূল বুঝিয়ে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতা দুপুর ২টা পর্যন্ত ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে সকাল থেকেই সেনাবাহিনী ও পুলিশের টিম রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ্য , উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ শনিবার (১৭ আগষ্ট) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে দল ত্যাগের ঘোষণা করেন এবং দুধ দিয়ে গোসল করে তিনি নিজেকে পবিত্র করেন।