প্রকাশ: ৫ জুন ২০২৪, ০:২৮
গত এক মাস আগে সৌদিআরব থেকে ছুটিতে দেশে এসেছে আসিফ। কাল হলো মোটরসাইকেল কেনার এক দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আসিফ নামের প্রবাসী এক যুবক। মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী আসিফের বাড়ি সরাইল উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার লিংকন মিয়ার বড় ছেলে।
আজ বুধবার (৫ জুন) দুপুরে দিকে সরাইল- নাছির নগর আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
পথচারীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে একটি সিএনজিকে ওভারটেক করতে এ দুর্ঘটনা ঘটে।হ্যামলেট না থাকার কারণে মাথার আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান। ওসি বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে।