প্রকাশ: ২৫ মে ২০২৪, ৩:৪৮
সরাইল উপজেলা বেশকিছু দিন ধরে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপদাহে নাকাল গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকার জনজীবন।গরমে অতিষ্ঠ জনজীবন। শুধু দিনের বেলাতেই নয়, রাতেও গরমে মানুষ ঘুমাতে পারছে না। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্ক মানুষদের।
উপজেলা জুড়ে বিস্তীর্ণ এলাকার তাপপ্রবাহ এই অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।
সরাইল সদর বাজার এলাকায়,আশি বছরের রহিম মিয়া বলেন, এ মাস থেকে যা গরম পরছে কোন ভাবে সহ্য করা যায় না। দিনে আর রাতে সমান তালে গরম লাগে। যদি একটূ বৃষ্টি হয় একটু ঠাণ্ডা অনুভব হয়। আর তার মাঝে আছে বিদ্যুতের জ্বালাতন। কিছুক্ষণ পরপর যায় আবার আসে।
সবচেয়ে বড় সমস্যা হয় রাতে যখন ঘুমিয়ে যায় তখন বিদ্যুতের জ্বালাতনে আর ঘুম আসে না।এক আছে গরমের জ্বালা আর অন্যদিকে আছে বিদ্যুতের জ্বালা সবমিলিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে এই এলাকার মানুষ। বেশকিছু দিন ধরে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।
প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের জনজীবন। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই এতটুকু। নিম্ন আয়ের কর্মজীবী মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। আজ শনিবার তোলা ছবি।