প্রকাশ: ৭ এপ্রিল ২০২৪, ৩:১৭
কুমিল্লার দেবীদ্বারে ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেলে দেবীদ্বার পৌরসভার আয়োজনে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১৪০টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে পৌর মিলনায়তনে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নয়ন মিয়া।
দেবীদ্বার ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন দেবীদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম ওবাইদি, কাউন্সিলর মোঃ নাঈমুল ইসলাম সুমন ও মাওলানা আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, আব্দুল আলিম, মোঃ আবদুল কাদের, মোঃ আবুল বাসার সরকার মোঃ আবুল হোসেন, মোঃ আমির হোসেন, মোঃ বাসির মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ইমামরা সমাজে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আপনাদের কথা সাধারণ মানুষ সহজেই গ্রহন করে, তাই আপনাদের মাধ্যমে সমাজকে আরো সচেতন করতে হবে। আপনারা সব সময় যেমন প্রশাসনকে সহযোগিতা করেছেন আগামীতেও সে ধারা অব্যাহত রাখবেন বলে আশাকরছি।
এসময় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ইমামদের বেতন বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে ইমামদের হাতে ইফতার ও সম্মানী তুলে দেয়া হয়।