প্রকাশ: ২ মার্চ ২০২৪, ০:৫৮
নওগাঁর ধামইরহাটে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ত্রি-বার্ষিক কার্য নিবাহী কমিটি নির্বাচনে চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল হোসেন সভাপতি এবং শংকরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তফিকুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০৩ জন ভোটারের ২০১জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে মুকুল হোসেন ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান পেয়েছেন ৭৮ ভোট। ২ টি সহ-সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে শংকরপুর উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ১১৯ ভোট পেয়ে এবং খোরশেদা আক্তার ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
নিকটতম প্রতিদ্বন্দী জাহানপুর এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলচন্দ্র ঘোষ পান ৭০ ভোট এবং কুলফতপুর উচ্চ বিদ্যালয়ের এর প্রধান শিক্ষক হারুন অর রশিদ পান ৫৯ ভোট। অন্যান্য ১২ টি পদে প্রতিদ্বন্দী না থাকায় বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হয়।
৫টি ভোট নষ্ট হয়।
সুষ্ঠুু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, এবং প্রিজাইডিং অফিসারের দায়ত্বে থাকা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার জানান সুষ্ঠু ও সু-শৃঙ্খল পরিবেশে মোট গ্রহন সম্পন্ন হয়েছে।